ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে : ইইউ
ঢাকা ও চট্টগ্রামে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য অনুকূল পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বেলজিয়ামের ব্রাসেলসের স্থানীয় সময় গতকাল শুক্রবার ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের মুখপাত্র এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে এমন কর্মকাণ্ড থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে। এতে আরো বলা হয়, ‘আমরা শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে রয়েছি। ভোটারদের অবশ্যই স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক মতামত (ভোটাধিকার) প্রয়োগের সুযোগ দিতে হবে।”
‘বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উন্নয়নের জন্য রাজনৈতিক সব পক্ষের উচিত সহিংসতার অবসান ও উত্তেজনা প্রশমনে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া এবং গঠনমূলক পথে আলাপ-আলোচনা করা,’ বলা হয় বিবৃতিতে।