কৃষ্ণাঙ্গদের ভোট চাইলেন ট্রাম্প

কৃষ্ণাঙ্গ, মুসলিমসহ বিভিন্ন জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। কিছুদিন আগে এক কৃষ্ণাঙ্গকে গুলি করায় পুলিশ কর্মকর্তা ঠিক কাজ করেছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। সেই ট্রাম্পই ভোট চেয়েছেন কৃষ্ণাঙ্গদের।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গদের কাছে ভোট চান।
কৃষ্ণাঙ্গদের উদ্দেশে ট্রাম্প বলেন, তারা দারিদ্র্যের মধ্যে বসবাস করে। তাদের ভালো স্কুল নেই। এ অবস্থা থেকে মুক্ত করতে ব্যর্থ হয়েছে ডেমোক্রেটরা। কিন্তু তিনি (ট্রাম্প) এমন অবস্থার পরিবর্তন করবেন।
বিবিসির খবরে বলা হয়, এ নিয়ে চলতি সপ্তাহেই কৃষ্ণাঙ্গদের কাছে তিনবার ভোট চেয়েছেন ট্রাম্প। তবে গতকালের নির্বাচনী প্রচারণায় কৃষ্ণাঙ্গ মার্কিনির সংখ্যা ছিল মাত্র কয়েকজন।
কৃষ্ণাঙ্গরা ডেমোক্রেটিক দলকে ভোট দিচ্ছেন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, একই ব্যক্তিদের (ডেমোক্র্যাট প্রার্থী) ভোট দিলে অবস্থার পরিবর্তন হবে না।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে নির্দেশ করে ট্রাম্প বলেন, তিনি কৃষ্ণাঙ্গ যুবকদের পরিবর্তে একজন শরণার্থীকে চাকরি দেবেন। এতে কৃষ্ণাঙ্গরা নিজ দেশেই শরণার্থী হবে।
ডোনাল্ড ট্রাম্প তাঁর বক্তৃতায় দাবি করেন, ২০২০ সালে দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি ৯৫ শতাংশ কৃষ্ণাঙ্গ মার্কিনির সমর্থন পাবেন।
এদিকে মিশিগানে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন হিলারি ক্লিনটন।
সর্বশেষ জরিপে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন আছে মাত্র ২ শতাংশ কৃষ্ণাঙ্গ মার্কিনির।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে কৃষ্ণাঙ্গ মার্কিনিদের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে কৃষ্ণাঙ্গদের ৯৩ শতাংশ ভোট পান।