শক্তিশালী ভূমিকম্পে আবার কাঁপল ইতালি
ইতালির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
স্থানীয় সময় রোববার এ ভূমিকম্প হয়।
তবে ভূমিকম্পে কেউ হতাহত কিংবা কোনো ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ইতালির পেরুজিয়া থেকে ৬৮ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ১০৮ কিলোমিটার।
গত বুধবার এই শহরের পূর্বাঞ্চলে ছয় দশমিক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী রোমেও সেই ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া যায়।
দুই মাস আগে ইতালির আমাত্রিচে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩০০ মানুষ নিহত হয়। ওই ভূমিকম্পে গুঁড়িয়ে যায় বহু বসতবাড়ি।