প্যারিসে বাড়ছে অপরাধ, হচ্ছে অর্থ ছিনতাইও
ফ্রান্সের রাজধানী প্যারিসে ছিনতাইয়ের শিকার হয়েছেন কাতারের দুই নারী। ল্য বোরগেত বিমানবন্দর থেকে শহরে প্রবেশ করার কিছুক্ষণ পরই ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। অলঙ্কার, জামা-কাপড়সহ বিভিন্ন সামগ্রী ভর্তি ব্যাগ ও নগদ অর্থ লুট হয়ে যায় তাঁদের। যার মূল্য ৫০ লাখ ইউরো!
মেইল অনলাইন জানিয়েছে, গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। কাতারের ওই দুই নারী ব্যক্তিগত বিমানে করে ল্য বোরগেত বিমানবন্দরে নামেন। প্যারিসে প্রবেশ করার কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা দুই নারীর গাড়ির পথ আটকায়। পরে চালককে বাধ্য করে গাড়ির দরজা খুলতে। দরজা খোলার পরই চালক ও দুই নারীর দিকে মরিচের গুঁড়া ছুড়ে। পরে ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
গত ৩ অক্টোবর প্যারিসে ছিনতাইয়ের শিকার হন টিভি তারকা কিম কারদাশিয়ান। তাঁর কাছ থেকে প্রায় লাখ পাউন্ড মূল্যমানের অলঙ্কার ছিনতাই করে দুর্বৃত্তরা।
এর কয়েকসপ্তাহ পর প্যারিসে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের ওপর হামলা করে মুখোশধারী দুর্বৃত্তরা।
এসব ঘটনায় উচ্চবিত্তের পর্যটকরা প্যারিসকে এড়িয়ে চলছেন। যাঁরা যাচ্ছেন তাঁরা দেহরক্ষী নিয়োগ দিচ্ছেন। আর এ কারণে নিরাপত্তারক্ষী সংক্রান্ত ব্যবসাও জমে ওঠেছে ওই শহরে।
নিরাপত্তা সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের পরিচালক লঁরা দেকর্ত জানান, দুর্বল পুলিশি ব্যবস্থা, বেকারত্ব, অবৈধ অভিবাসী- এসব কারণে প্যারিসে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে।