শব্দ দূষণ বন্ধে রুয়ান্ডায় কারফিউ জারি
শব্দ দূষণ বন্ধে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় কারফিউ জারি করা হয়েছে। মূলত, কারফিউ জারি করা হয়েছে অপ্রয়োজনীয় পরিষেবাগুলোর ওপর, যেগুলো থেকে প্রচুর শব্দ বের হয়। তবে, সরকারের এই সিদ্ধান্তে নারাজ দেশটির নাইটক্লাবের মালিকেরা। এতে করে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তাদের। আজ বুধবার (২ আগস্ট) এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, রুয়ান্ডা সরকারের এই কারফিউ আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। রাত্রিকালীন বিনোদন ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে দেশটির ক্যাবিনেট থেকে মঙ্গলবার বিলটি পাস হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কর্মদিবসের দিনগুলোতে রাত ১টায় সমস্ত অপ্রয়োজনীয় পরিষেবা বন্ধ করতে হবে। আর ছুটির দিনে (শুক্রবার ও শনিবার) রাত ২টায় অপ্রয়োজনীয় পরিষেবা বন্ধ করতে হবে।
বর্তমানে রুয়ান্ডার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন পল কাগামে। এই প্রেসিডেন্টের অধীনে দেশটিতে কঠোরতা দেখা গেছে। ইতোমধ্যে শব্দ দূষণ কমাতে বারগুলোকে বন্ধ করতে নির্দেশ দিয়েছে দেশটির পুলিশ। পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলোর অনেক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হচ্ছে, যেগুলো থেকে প্রচুর শব্দ বের হয়।
এদিকে, রুয়ান্ডা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অখুশি দেশটির নাইটক্লাব ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘সর্বশেষ বিধিনিষেধ আমাদের পিছিয়ে দিবে। একইসঙ্গে আমাদের ব্যবসাগুলোকে হত্যা করবে।’
শব্দ দূষণ কমাতে গত মাসে একটি গাইডলাইন প্রকাশ করেছিল রুয়ান্ডার ক্ষমতাসীন সরকার। ওই গাইডলাইন অনুযায়ী, বাণিজ্যিক এলাকাগুলোতে রাতের সময় শব্দ ৫৫ ডেসিবিলের ওপরে নেওয়া যাবে না।