বিক্ষোভ ঠেকাতে মণিপুরের যে তিন জেলায় চলছে কারফিউ
ইম্ফালে কারফিউ চলাকালীন বিক্ষোভকারীদের বাধা দেয় নিরাপত্তা কর্মীরা। ছবি : এএফপি
মণিপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে তিন জেলায় চলছে কারফিউ। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং থৌবল জেলায় আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়। খবর এনডিটিভির।
আদেশ অনুযায়ী, স্বাস্থ্য, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ (পিএইচইডি), পৌর কর্মকর্তা-কর্মচারী, বিদ্যুৎ, পেট্রোল পাম্প, আদালতের কার্যক্রম, বিমানযাত্রী এবং গণমাধ্যমকর্মীরা কারফিউর আওতামুক্ত থাকবে।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগে পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা নিলে ইম্ফলের দুই জেলায় এ আদেশ আসে।
একইভাবে থৌবালে গতকাল সোমবার শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতা রূপ নিলে সেখানেও কারফিউ ঘোষণা করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক