ফিলিস্তিন ভূখণ্ডে সৌদি আরবের অনাবাসিক দূতের নাম ঘোষণা
ফিলিস্তিন ভূখণ্ডের জন্য একজন অনাবাসিক রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে সৌদি আরব। আজ শনিবার (১২ আগস্ট) সৌদি কর্তৃপক্ষ থেকে ঘোষণাকৃত ওই দূত অধিকৃত জেরুজালেমে কনস্যুল জেনারেল হিসেবেও কাজ করবেন। ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য ভবিষ্যতের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে একটি নতুন অবস্থান ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে সৌদির ভবিষ্যতের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে এই নতুন ঘোষণা এলো। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষিত দূতের নাম নায়েফ আল-সুদাইরি। বর্তমানে তিনি জর্দানে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার মাধ্যম আল-ইকবারিয়াতে প্রচারিত এক ভিডিও বার্তায় নায়েফ আল-সুদাইরি বলেন, ‘এই নিয়োগটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিফলন, যা ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আকাঙ্ক্ষার গুরুত্বকে তুলে ধরে এবং এই পদক্ষেপ ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থনকে উৎসাহিত করে।’
প্রতিবেদনে এএফপি জানিয়েছে, এখনও রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সৌদি আরব। এমনকি, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে স্বাক্ষর করেনি তারা। তবে, ওই চুক্তিতে সৌদির প্রতিবেশী দেশ আরব আমিরাত ও বাহরাইন স্বাক্ষর করে। কিন্তু, গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের সময় সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছিল যে, এটি সমস্ত বিমানের ওপর আকাশসীমার বিধিনিষেধ তুলে নিচ্ছে। এতে করে ইসরায়েলি বিমানগুলো সৌদি আকাশসীমা ব্যবহারের পথ প্রশস্ত হয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এমনটি করা হয়েছে বলে ওই সময় অস্বীকার করেছিল সৌদি কর্তৃপক্ষ।
রিয়াদ বারবার বলেছে, ফিলিস্তিন বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে না তারা। কয়েক দশক পুরনো আরব লীগের অবস্থানে অটল থাকবে শীর্ষ তেল উৎপাদনকারী দেশটি।