সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলছে ঈদুল আজহা উদযাপন
সৌদি আরবে হাজিরা আজ রোববার (১৬ জুন) দলে দলে শয়তানের উদ্দেশে প্রতীকী পাথর নিক্ষেপ করেছেন। হাজিদের জন্য হজের এই আচার হজের শেষ পর্যায়ে এবং এর মাধ্যমে শুরু হলো সারা বিশ্বের মুসলিমদের ঈদুল আজহা উদযাপন।
ইসলামের পাঁচ স্তম্ভের একটি হজ এবং শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ হজের চূড়ান্ত রীতির অংশ। পবিত্র মক্কা শহরের অদূরে পাহাড়ি আরাফাতের ময়দানে এ বছর ১৮ লাখেরও বেশি হাজির উপস্থিতির পরদিন এই পাথর নিক্ষেপ করা হজের রীতির অংশ। আরাফাত ময়দান থেকে হাজিরা পার্শ্ববর্তী মুজদালিফায় অবস্থান করেন গতকাল শনিবার রাতে । এখান থেকে হাজিরা পাথর সংগ্রহ করেন।
আগামী তিনদিন হাজিরা মিনায় অবস্থান করবেন। সেখানেও হাজিরা তিনটি প্রতীকী কাঠামোয় সাতটি করে পাথর নিক্ষেপ করবেন। মিনায় অবস্থান করার সময় হাজিরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাতবার পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন। এ ছাড়া পবিত্র নগরীটি ত্যাগের আগে একবার হাজিরা পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন।
পাশাপাশি সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বেশিরভাহ দেশে আজ থেকে শুরু হয়েছে ঈদুল আজহা উদযাপন। আল্লাহর পথে হযরত ইব্রাহিম (আ.) এর বিশ্বাস রাখার জন্য কোরবানির যে উদাহরণ তৈরি হয়েছিল আজ সে পথে পশু কোরবানি দেওয়ার মাধ্যমে হাজিসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন শুরু করেছেন। এদিন কোরবানির পশুর মাংস গরিবদের বিলিয়ে দেওয়ার মাধ্যমে তৈরি হয় ভ্রাতৃত্ববোধের এক অনন্য নজির।
তবে এ বছর মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঈদুল আজহা উদযাপনে কিছুটা মলিনতার সৃষ্টি করেছে। গাজার লাখ লাখ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃসংশতার প্রতিবাদ জানিয়েই দেশে দেশে মুসলিমরা পালন করছেন পবিত্র ঈদুল আজহা।