স্পেনের ইতিহাসে সর্ববৃহৎ মাদকের চালান জব্দ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/25/spen-thaamb.jpg)
স্পেনের পুলিশ ও কাস্টমস কর্তৃপক্ষ সাড়ে নয় টন কোকেন জব্দ করেছে, যা দেশটির ইতিহাসের সর্ববৃহৎ মাদকের চালান। আজ শুক্রবার (২৫ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জব্দ করা কোকেন ইকুয়েডর থেকে এসেছিল বলে জানিয়েছে তারা। খবর এএফপির।
এক যৌথ বিবৃতিতে স্পেনের পুলিশ ও কাস্টমস জানিয়েছে, গত বুধবার দক্ষিণাঞ্চলীয় শহর আলজেকিরাসের বন্দরের একটি কার্গো থেকে ওই কোকেন জব্দ করা হয়। একটি হিমায়িত কন্টেইনারের কলার ঝুড়ির মধ্যে মাদক লুকানো ছিল।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/08/25/spen-in.jpg)
কে বা কারা জব্দকৃত কোকেন দেশটিতে পাঠিয়েছিল সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে, বিবৃতিতে বলা হয়, এই অভিযান সেসব অপরাধমূলক সংগঠনের বিরুদ্ধে চপেটাঘাত, যারা কি-না গোটা বিশ্বেই মাদক সরবরাহ করে।
এএফপি জানিয়েছে, ওই কন্টেইনারের ভেতরে ৩০টি অপরাধমূলক সংগঠনের লোগো পাওয়া গেছে। এসব সংগঠনই জব্দকৃত কোকেন গ্রহণ করত বলে ধারণা করা হচ্ছে।
স্প্যানিশ কর্তৃপক্ষ বলছে, যে কার্গো সংস্থাটি কন্টেইনারটি নিয়ে এসেছিল তারা প্রতি মাসে ৪০টি কন্টেইনার ইউরোপে পাঠিয়েছিল। তারা কন্টেইনার পাঠাতে ভিগোর উত্তর-পশ্চিম বন্দরও ব্যবহার করেছিল।