দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫২
দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের কেন্দ্রস্থলে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। এছাড়া ৪০ জনেরও বেশি আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম ও একজন জরুরি পরিষেবাকর্মী এ তথ্য জানায়। খবর আলজাজিরার।
জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেন, আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে শহরের কেন্দ্রস্থলে ব্যবসায়িক এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগে। নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৫২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুলাউদজি বলেন, ‘সর্বশেষ আপডেট ৫২ মৃতদেহ উদ্ধার এবং ৪৩ জন আহত। এখনও অনুসন্ধান ও পুনরুদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে।’
আহতরা ‘বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে’ চিকিৎসা নিচ্ছেন বলেও জানান মুলাউদজি। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।