তুরস্কের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
সিরিয়ার ভূখণ্ডে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের বাহিনীর জন্য ‘হুমকি’ হওয়ার প্রেক্ষাপটে যুদ্ধবিমান থেকে গুলি ছুঁড়ে ড্রোনটি ধ্বংস করা হয়। পেন্টাগন থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় ন্যাটো জোটের মধ্যে উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানায়, গত ১ অক্টোবর আঙ্কারায় আত্মঘাতী হামলা চালানো হয়। এই হামলার দায় স্বীকার করেছে তুরস্ক ও পশ্চিমাদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় ঠাঁই করে নেওয়া কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। আঙ্কারায় বোমা হামলার জেরে বৃহস্পতিবার সিরিয়ার কুর্দি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় তুরস্ক।
পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার সকালে চালানো হামলাটি নজরদারি করছিল মার্কিন সেনারা। এর মধ্যে কয়েকটি ড্রোন হাসাকাহ শহরের কাছে মার্কিন সৈন্যদের প্রায় এক কিলোমিটারের মধ্যে চলে এসছিল।’ ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘আঙ্কারাকে সাবধান করে দেওয়ার কয়েক ঘণ্টা পরও একটি ড্রোন মার্কিন সৈন্যদের খুব কাছাকাছি চলে আসে।’
রাইডার বলেন, ‘মার্কিন বাহিনীর কাছ থেকে দেড় কিলোমিটার দূরে থাকা ড্রোনটি সম্ভাব্য হুমকি হতে পারে ধারণা করে কমান্ডাররা। পরে, এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে গুলি ছুঁড়ে মানবহীন ড্রোনটি ধ্বংস করা হয়।’
এদিকে, বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলেরের সঙ্গে কথা বলেছেন। উত্তর সিরিয়ায় উত্তেজনা হ্রাস এবং প্রটোকল ও যোগাযোগ বজায় রাখা নিয়ে দুজনের মধ্যে কথা হয়। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন রাইডার। এমনকি, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে।