ফিলিস্তিনে অপরাধের তদন্ত চেয়ে আইসিসিতে বাংলাদেশসহ পাঁচ দেশের আবেদন
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন জানিয়েছে বাংলাদেশসহ পাঁচটি দেশ। অন্য দেশগুলো হলো—দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমরোস ও জিবুতি। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন আইসিসির প্রসিকিউটর করিম খান, যা আইসিসির ওয়েবসাইটে
প্রকাশ করা হয়েছে।ওই বিবৃতিতে বলা হয়, ‘গত ১৭ নভেম্বর আমার কার্যালয়ে একটি আবেদন আসে। ফিলিস্তিনের পরিস্থিতি তদন্তের জন্য ওই পাঁচ দেশ আহ্বান জানিয়েছে।
আইসিসির রোম সংবিধি অনুসারে, একটি রাষ্ট্রপক্ষ আদালতের এখতিয়ারে পড়ে এমন পরিস্থিতি তদন্তের জন্য প্রসিকিউটরকে অনুরোধ করে। এক বা একাধিক নির্দিষ্ট ব্যক্তিকে অপরাধের জন্য অভিযুক্ত করা উচিত কি না তা নির্ধারণ করার বিষয়টি তদন্তে বেরিয়ে আসবে।
আবেদনের পর আমার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করে যে আমরা ইতোমধ্যে ফিলিস্তিনের ইস্যু নিয়ে তদন্ত করছি। এই তদন্ত শুরু হয়েছে ২০২১ সালের ৩ মার্চ থেকে। ২০১৪ সালের ১৩ জুনে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে কোনো অপরাধ সংঘটিত হয়েছিল কি না তারই তদন্ত করছি আমরা। আর এরই মধ্যে ৭ অক্টোবর দুপক্ষের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই তদন্তকে এগিয়ে নিতে জাতীয় কর্তৃপক্ষ, সুশীল সমাজ, বেঁচে থাকা গোষ্ঠী বা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আমার কার্যালয় যোগাযোগ অব্যাহত রাখবে। সবার কথা শুনতে ও জানতে ফিলিস্তিন ও ইসরায়েলে যাওয়ার জন্য আমার প্রচেষ্টা চালিয়ে যাব। ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সকল পক্ষের সঙ্গে কাজ করতে আমি প্রস্তুত।’