ফের কর বাড়াল শ্রীলঙ্কা
ফের কর বাড়াচ্ছে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা। নতুন করে জ্বালানি, মোবাইলফোন ও কম্পিউটার সরঞ্জামের ওপর নতুন করে ১৮ শতাংশ কর আরোপ করছে দক্ষিণ এশিয়ার দেশটি। আজ সোমবার (১ জানুয়ারি) এই ঘোষণা দেওয়া হয়। মূলত, বৈদেশিক ঋণ পুনর্গঠনের কার্যক্রমের জন্যই শ্রীলঙ্কার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, এর আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্য সংযোজন কর ১৫ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করে শ্রীলঙ্কার সরকার। সরকারি আয় বাড়াতেই এমনটি করেছিল তারা।
ইংরেজি নতুন বছরে নাগরিকদের এক শুভেচ্ছা বার্তায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে পৌঁছাতে আমাদের অবশ্যই একটি কঠিন পথ পাড়ি দিতে হবে। এটি সহজ রাস্তা হবে না।’
দ্বীপবেষ্টিত দেশটি গত বছর নিজেদের দেউলিয়া ঘোষণা করে। ওই সময় তাদের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল চার হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। বছরটিতে তীব্র অর্থনৈতিক সঙ্কটের কারণে দেশজুড়ে খাদ্যপণ্য, জ্বালানি ও ওষুধের দাম আকাশচুম্বি হয়। এর জেরে শুরু হয় নাগরিক অসন্তোষ, যার পরিণতি গিয়ে ঠেকে সে সময়কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের পতনের মাধ্যমে। তবে, সম্প্রতি অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে সঙ্কট অনেকটা কাটিয়েছে তারা।
দেউলিয়ার পরেই শ্রীলঙ্কার নতুন সরকার আইএমএফের দ্বারস্ত হয়। এর জেরেই সংস্থাটি একটি পরিকল্পনা দেয় তাদের। অর্থনৈতিক খাত মেরামতে কর বাড়িয়েছে দেশটি। পাশাপাশি কমিয়েছে ভর্তুকিও।