নাভালনির মরদেহের কাছে যেতে পারছেন না স্বজনেরা
রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মৃতদেহের কাছে যেতে দেওয়া হচ্ছে না তার স্বজনদের। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) নাভালনির দলের পক্ষ থেকে জানানো হয় রুশ বিরোধী নেতার মরদেহটি দেখতে মর্গে যেতে অনুমতি দেওয়া হয়নি তার মাকে। এই নিয়ে তৃতীয় দিনের মতো এ ধরনের অভিযোগ পাওয়া গেল। খবর এএফপির।
রাশিয়ার কারা কর্তৃপক্ষ গত শুক্রবার জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা গেছেন। নাভালনির মা লুদমিলা শনিবার এই দুর্গম এলাকাটিতে পৌঁছেন ছেলের মৃতদেহ দেখার জন্য কিন্তু এখনো অনুমতি দেওয়া হয়নি তাকে।
এ প্রসঙ্গে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমাইশ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘সকাল বেলায় অ্যালেক্সির মা ও নাভালনির আইনজীবীরা মর্গে পোঁছান। তবে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। একজন আইনজীবীকে জোর করে বেরও করে দেওয়া হয়। এ সময় জানতে চাওয়া হয় অ্যালেক্সির মৃতদেহ সেখানে আছে কিনা, তবে এ প্রশ্নেরও কোনো উত্তর দেয়নি কর্তৃপক্ষ।’
বেশ কয়েক মাস অসুস্থ থাকার পর রাশিয়ার উত্তর প্রান্তে দেশটির কঠোরতম কারাগারগুলোর একটিতে মৃত্যু হয় নাভালনির। তিন বছর ধরে কারাগারে থাকা অবস্থায় মৃত্যু হয় তার।