রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৩
রাশিয়ার রাজধানী মস্কোর কোলোমেনস্কি জেলার একটি বনাঞ্চলে শুক্রবার সুখোই সুপারজেট-১০০ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়। ছবি : এএফপি
রাশিয়ার রাজধানী মস্কোতে একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। দেশটির জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।
গতকাল শুক্রবার (১২ জুলাই) বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রাথমিক তথ্য মোতাবেক রাশিয়ার তৈরি সুপারজেট-১০০ বিমানটি মস্কোর কোলোমেনস্কি জেলার একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়।
বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিমানটি মেরামতের পর পরীক্ষামূলক উড্ডয়ন করলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এটি রাশিয়ার সুখোই সুপারজেট-১০০ মডেল যাত্রীবাহী বিমান ছিল। গতকাল শুক্রবার (১২ জুলাই) বিমানটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়। উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর বিমানটি বিধ্বস্ত হয়। এটি পরিকল্পিত নাশকতা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে তদন্ত চলছে।

এনটিভি অনলাইন ডেস্ক