ফের বিয়ের পিড়িতে বসতে চলেছেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক
রুপার্ট মারডক। ৯২ বছর বয়সের মিডিয়া মুঘল ফের বিয়ের পিড়িতে বসতে চলেছেন। এরই মধ্যে বাগদান সেরেছেন তিনি। এমন তথ্য মারডককের টিম নিশ্চিত করেছে বলে দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
আজ শুক্রবার (৮ মার্চ) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কয়েক মাস ধরে মারডক ৬৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত রুশ আণবিক জীববিজ্ঞানী এলেনা জুকোভার সঙ্গে ডেটিং করছেন। সম্প্রতি তাদের বাগদান সম্পন্ন হয়েছে। আর বিয়ে চলতি বছরে ক্যালিফোর্নিয়ায় মারডকের মোরাগা ভিনেয়ার্ড অ্যান্ড এস্টেটে হতে পারে। এটি তার ষষ্ঠ বাগদান হলেও পঞ্চম বিয়ে হবে।
জানা গেছে, এই জুটির দেখা হয়েছিল মারডকেরই সাবেক স্ত্রী চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেং আয়োজিত একটি পার্টিতে। তার অন্য স্ত্রীরা হলেন—অস্ট্রেলিয়ার ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী সাংবাদিক অ্যানা ম্যান ও যুক্তরাষ্ট্রের মডেল, অভিনেত্রী জেরি হল।
আর জুকোভা এর আগে রাশিয়ার তেল ব্যবসায়ী বিলিয়নার অ্যালেকজান্দার জুকোভের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের কন্যা ডাশা একজন সমাজসেবক ও ব্যবসায়ী।
রুপার্ট মারডক গত বছর ফক্স অ্যান্ড নিউজ কর্পের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান।