ইসরায়েলি কমান্ড সেন্টারে হামাসের হামলা, নিহত ৭
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/08/israel_uerg.jpg)
গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাস উত্তর উপকূলীয় ইসরাইলের কমান্ড সেন্টারে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। একইসঙ্গে তারা পৃথক হামলায় অন্তত সাত ইসরায়েলি সেনা হত্যার দাবি করেছে। খবর প্রেস টিভির।
এক প্রতিবেদনে প্রেস টিভি জানিয়েছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে আল কাসাম ব্রিগেড আজ শুক্রবার (৮ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। হামাস যোদ্ধারা বেইত হানুন শহরের পূর্বে কমান্ড সেন্টারটিতে একটি ড্রোনের মাধ্যমে দুটি অ্যান্টি পার্সোনাল রকেট ছোড়ে। একই শহরে আরও এক ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে হামাসের ব্রিগেডটি।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/03/08/israel_in.jpg)
আলাদা বিবৃতিতে আল কাসাম জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়ির ভেতরে অবস্থান করা ছয় ইসরায়েলি সেনাকেও হামলা করে হত্যা করেছে তারা।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা পাল্টা হামলা চলছে। প্রেস টিভি বলছে, এতে প্রায় ৬০০ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ৩০ হাজার ৮০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী এবং শিশু।