ইসরায়েলের বিমানবন্দরে হামলার হুমকি দিল হুতি
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে সামরিক হামলার হুমকি দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। রোববার (১৮ মে) গাজায় ব্যাপক সামরিক হামলার প্রতিক্রিয়ার এই হুঁশিয়ারি দেয় হুতির জ্যেষ্ঠ কর্মকর্তা নসর আল-দিন আমের। খবর আল জাজিরার।
নসর আল-দিন আমের বলেন, গাজা উপত্যকার ওপর ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন ও ইয়েমেনের বিরুদ্ধে হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হবে। যতক্ষণ না ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয় এবং গাজার অবরোধ তুলে না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই পদক্ষেপ নেওয়া হবে।
বিমান সংস্থা, যাত্রী ও বিশেষ করে বিদেশিদের নিরাপত্তার জন্য দ্রুত এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন আমের।
২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় হামলা শুরু করার পর হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রোববার ব্যাপক স্থল অভিযান চালানোর ঘোষণার পরপরই মধ্য গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। একটি রকেট আকাশেই প্রতিহত করা হয়েছে এবং অন্যটি একটি খোলা এলাকায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, রোববার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৯ জন গাজা সিটি ও উত্তর গাজার বাসিন্দা।
হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক