গাজার জন্য 'শান্তি বোর্ড' গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গাজার জন্য একটি ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই বোর্ড। খবর এএফপির।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে লিখেন, ‘শান্তি বোর্ড’ গঠিত হয়েছে- এই ঘোষণা দেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এবং এই সংস্থার সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।
ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, এটি যেকোনো সময়ে, যেকোনো স্থানে গঠিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড।’
যুদ্ধ-পরবর্তী গাজার দৈনন্দিন শাসনকাজ পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি ঘোষণার পরপরই এই বোর্ড গঠনের খবরটি এল। এই কমিটি ‘শান্তি বোর্ড’-এর অধীনে কাজ করবে, যার সভাপতিত্ব ট্রাম্প নিজে করবেন বলে আশা করা হচ্ছে।
এ পরিকল্পনায় গাজার নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাচাইকৃত ফিলিস্তিনি পুলিশ ইউনিটগুলোকে প্রশিক্ষণ দিতে একটি 'আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী' মোতায়েনের আহ্বানও জানানো হয়েছে।
হামাসের সিনিয়র নেতা বাসমে নাঈম বৃহস্পতিবার এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, কমিটিকে শক্তিশালী করার দায়িত্ব এখন মধ্যস্থতাকারী, মার্কিন গ্যারান্টর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে।
যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা শান্তি পরিকল্পনাটি প্রথম কার্যকর হয়েছিল ১০ অক্টোবর, যা হামাসের হাতে থাকা সমস্ত জিম্মিদের মুক্তি এবং অবরুদ্ধ এই ভূখণ্ডে যুদ্ধ বন্ধে সহায়তা করেছিল।
পরিকল্পনাটির দ্বিতীয় ধাপ এখন শুরু হয়েছে, যদিও কিছু অমীমাংসিত সমস্যার কারণে বিষয়টি এখনো অস্পষ্ট। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে ৪৫১ জন নিহত হয়েছে।
ফিলিস্তিনিদের জন্য প্রধান অমীমাংসিত ইস্যুটি হলো গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর পূর্ণ প্রত্যাহার। এটি পরিকল্পনার কাঠামোতে অন্তর্ভুক্ত থাকলেও এর জন্য কোনো বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়নি।
অন্যদিকে, ইসরায়েলের পক্ষ থেকে আপসহীনভাবে দাবি করা হলেও হামাস জনসম্মুখে তাদের অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক