গাজার ‘শান্তি বোর্ডের’ পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৬ জানুয়ারি) যুদ্ধ-পরবর্তী গাজায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন এবং একটি নবগঠিত নিরাপত্তা বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য একজন মার্কিন কর্মকর্তাকে নিযুক্ত করেছেন।
গাজার দৈনন্দিন কাজ তদারকিতে সহায়তার জন্য ট্রাম্প একটি বোর্ড গঠন করেছেন যেখানে মার্কিনিদের আধিপত্য রয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের নিরবচ্ছিন্ন বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই ভূখণ্ডে একটি বিতর্কিত অর্থনৈতিক উন্নয়নের রূপকল্প প্রচার করছেন ট্রাম্প।
গাজা শাসনের লক্ষ্যে গঠিত ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির কায়রোতে অনুষ্ঠিত প্রথম বৈঠকের পর এই পদক্ষেপটি নেওয়া হলো। ওই বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন, যিনি মধ্যপ্রাচ্য বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ট্রাম্প নিজেকে আগেই একটি বোর্ড অফ পিস বা শান্তি বোর্ডের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছিলেন এবং শুক্রবার এর পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করেছেন। এতে ব্লেয়ার ছাড়াও রয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী মার্কিন নাগরিক—জ্যারেড কুশনার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ।
২০০৩ সালে ইরাক আক্রমণে ভূমিকার কারণে ব্লেয়ার মধ্যপ্রাচ্যে একজন বিতর্কিত ব্যক্তি। ট্রাম্প নিজেই গত বছর বলেছিলেন যে তিনি নিশ্চিত করতে চান যেন ব্লেয়ার সবার কাছে গ্রহণযোগ্য ও পছন্দনীয় হন। ২০০৭ সালে ডাউনিং স্ট্রিট ছাড়ার পর ব্লেয়ার 'মিডল ইস্ট কোয়ার্টেট' (জাতিসংঘ, ইইউ, যুক্তরাষ্ট্র ও রাশিয়া)-এর প্রতিনিধি হিসেবে বহু বছর ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কাজ করেছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, এই শান্তি বোর্ড শাসনক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সম্পর্ক, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বড় আকারের অর্থায়ন এবং মূলধন সংগ্রহের মতো বিষয়গুলো দেখাশোনা করবে। আবাসন ব্যবসায়ী ট্রাম্প এর আগে বিধ্বস্ত গাজাকে সাগর তীরের রিসোর্ট এলাকায় পরিণত করার কথা ভেবেছিলেন, অবশ্য তিনি ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার আহ্বান থেকে সরে এসেছেন।
বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা (ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী), ধনকুবের মার্কিন অর্থদাতা মার্ক রোয়ান এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কর্মরত ট্রাম্পের অনুগত সহযোগী রবার্ট গ্যাব্রিয়েল।
ইসরায়েলি হামলা
ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, তারা আবারও গাজা উপত্যকায় আঘাত হেনেছে।
ওয়াশিংটন যখন ঘোষণা করেছে যে গাজা পরিকল্পনাটি দ্বিতীয় পর্যায়ে (যুদ্ধবিরতি বাস্তবায়ন থেকে হামাসকে নিরস্ত্রীকরণ) প্রবেশ করেছে, ঠিক তখনই এই হামলা চালানো হলো। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েল এই বিশাল সামরিক অভিযান শুরু করেছিল।
ট্রাম্প শুক্রবার মেজর জেনারেল জ্যাসপার জেফার্সকে 'ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স'-এর প্রধান হিসেবে মনোনীত করেছেন। এই বাহিনীর কাজ হবে গাজায় নিরাপত্তা নিশ্চিত করা এবং হামাসের স্থলাভিষিক্ত করার জন্য একটি নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া। ইউএস সেন্ট্রাল কমান্ডের স্পেশাল অপারেশন থেকে আসা জেফার্স ২০২৪ সালের শেষের দিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন।
যুক্তরাষ্ট্র এই বাহিনীতে অবদান রাখার জন্য বিশ্বজুড়ে দেশ খুঁজছে এবং এক্ষেত্রে ইন্দোনেশিয়া প্রথম দিকেই স্বেচ্ছায় এগিয়ে এসেছে। তবে কূটনীতিকরা মনে করেন, যতক্ষণ পর্যন্ত হামাস পূর্ণ নিরস্ত্রীকরণে রাজি না হবে, ততক্ষণ দেশগুলোর সৈন্য পাঠানোর বিষয়টি চ্যালেঞ্জিং হবে।
কমিটির কাজ শুরু
গাজার বাসিন্দা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শাথকে এর আগে গভর্নিং কমিটির প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কায়রোতে কমিটির বৈঠকে বুলগেরীয় কূটনীতিক নিকোলে ম্লাদেনভও অন্তর্ভুক্ত ছিলেন, যাকে নতুন গভর্নিং বডি এবং ট্রাম্পের 'বোর্ড অফ পিস'-এর মধ্যে লিয়াজোঁ বা যোগাযোগ রক্ষার জন্য উচ্চ প্রতিনিধির ভূমিকা দেওয়া হয়েছে।
কমিটির একজন সদস্য এএফপি-কে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সদস্যরা শনিবার আবারও বৈঠকে বসবেন। তিনি বলেন, ‘আমরা আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে গাজায় যাওয়ার আশা করছি; আমাদের কাজ সেখানে এবং আমাদের সেখানেই থাকা দরকার।’
দ্বিতীয় ধাপে ট্রাম্প একটি নির্বাহী বোর্ডও গঠন করেছেন যা মূলত পরামর্শমূলক ভূমিকা পালন করবে। ব্লেয়ার, উইটকফ এবং ম্লাদেনভ এতে কাজ করবেন। পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও এখানে থাকবেন। তবে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের কঠোর অবস্থানের কারণে ইসরায়েল নিরাপত্তা বাহিনীতে তুরস্কের ভূমিকা প্রত্যাখ্যান করেছে।
এই বোর্ডে মধ্যস্থতাকারী মিশর ও কাতার এবং ২০২০ সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন ব্যক্তিরাও অন্তর্ভুক্ত থাকবেন। এ ছাড়া ট্রাম্প গাজার জন্য জাতিসংঘের মানবিক সমন্বয়কারী সিগ্রিড কাগকেও এই বোর্ডে রেখেছেন, যদিও ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক