গাজায় নিহতের সংখ্যা ছাড়াল সাড়ে ৩২ হাজার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/28/israel_0.jpg)
ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৩২ হাজারের বেশি ছাড়িয়েছে। পাঁচ মাসের বেশি হামলায় নিহতদের মধ্যে রয়েছে বেসামরিক লোক। তাদের মধ্যে আছে নারী, শিশুও। ফিলিস্তিনে হামাস অধ্যুষিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর এএফপি।
ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ৩২ হাজার ৫৫২ জন মানুষ নিহত হয়েছে। পাঁচ মাসের বেশি হামলায় এই নিহত তারা হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালায়। এরপর অভিযানে নামে ইসরায়েল। তখন থেকে একের পর এক আক্রান্ত হচ্ছে গাজা। যদিও টিকে থাকার লড়াইয়ে পিছপা হয়নি হামাস। এমন এক মহূর্তে বৈশ্বিক চাপ সৃষ্টি হলেও হামলার সিদ্ধান্ত থেকে সড়েনি ইসরায়েল। এমনকি, গত সোমবার (২৫ মার্চ) রমজানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়। সেই প্রস্তাবও মানেনি ইসরায়েল।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/03/28/hamas-in.jpg)
ওই রাতেই ইসরায়েলি যুদ্ধবিমানের বোমাবর্ষণে বিধ্বস্ত হয় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের বেশ কিছু এলাকা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় পরদিন মঙ্গলবার জানায়, ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির দাবির কাছে আত্মসমর্পণ করবে না।
এরপর অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। হতাহত হচ্ছে প্রতিদিনই। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আজ মঙ্গলবার (২৮ মার্চ) গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন নিহত হয়। এ সময়ে আহত হয় ৭৪ হাজার ৯৮০ জনের মতো।