হজের দুটি নতুন প্যাকেজ ঘোষণা সৌদি সরকারের

মক্কায় মসজিদুল হারামে কাবাঘর প্রদক্ষিণ করছেন মুসলমানরা। এএফপির ফাইল ছবি
আসন্ন পবিত্র হজের নতুন দুটি প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত সোমবার (২৭ মে) সৌদির স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের জন্য এ প্যাকেজ দুটো ঘোষণা করা হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা করা প্যাকেজ দুটির মধ্যে প্রথম প্যাকেজে মক্কায় সুসজ্জিত আবাসিক ভবনে কম খরচে থাকার সুযোগ রাখা হয়েছে। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা আল-তারবিয়ার দিন থেকে আরাফা, আল-নাহর ও আল-তাশরীক দিবসে মিনা, মুজদালিফা এবং আরাফাতের পবিত্র স্থানগুলোতে পরিবহণসহ অন্যান্য মৌলিক সেবা পাবেন।
প্যাকেজটির দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার সৌদি রিয়াল। অপর প্যাকেজে মিনায় নবনির্মিত কিদানা আল ওয়াদি টাওয়ারে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। এই প্যাকেজের দাম শুরু ১৩ হাজার রিয়াল থেকে।