গাজার স্কুলে বিমান হামলায় নিহত ১৭
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার একটি স্কুল প্রাঙ্গণে গতকাল শনিবার (৩ আগস্ট) ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। তবে ইসরায়েল বলেছে তারা গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। খবর এএফপির।
এক বিবৃতিতে হামাসের প্রতিরোধ সংস্থা জানায়, গাজার হামামা স্কুলে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ১৭ জন শহীদ হয়েছেন, পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে।
ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার কথা স্বীকার করে বলেছে, ওই স্কুল প্রাঙ্গণে থাকা হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তারা অভিযোগ করে স্কুলটিতে হামাসের মিলিশিয়ারা অস্ত্র তৈরি করতো এবং সেটি হামাসের ‘সন্ত্রাসীদের’ লুকানোর জায়গা হিসেবে ব্যবহার হতো।
এর আগে ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, স্কুল প্রাঙ্গণটি হামাস-ইসরায়েল যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
ইসরায়েলি সেনাবাহিনী বারবার হামাসকে বেসামরিক অবকাঠামোগুলোতে মিলিশিয়াদের পালিয়ে থাকার বিষয়ে অভিযোগ করে আসলেও হামাস এই দাবি অস্বীকার করে আসছে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের মিলিশিয়ারা ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে এক হাজার ১৯৭ জন ইসরায়েলিকে হত্যা করে। এছাড়া হামাসের যোদ্ধারা ২৫১ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে অপহরণ করে গাজায় নিয়ে আসে। এদের মধ্যে ৩৯ জন ইসরায়েলি সেনাসদস্যও রয়েছে।
এর জবাবে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল যাতে এ পর্যন্ত ৩৯ হাজার ৫৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।