দক্ষিণ লেবাননে ইসরায়েলি ট্যাংক, শান্তিরক্ষীদের সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/13/afp_20241008_36jm82h_v1_highres_lebanonunisraelpalestinianconflictunifil.jpg)
দক্ষিণ লেবাননে জোরপূর্বক ইসরায়েলি ট্যাংক ঢুকেছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ রোববার ভোরে ট্যাংকগুলো প্রবেশ করে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানান। খবর টাইমস অব ইসরায়েল ও বিবিসির।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/10/13/neta_in.jpg)
গত কয়েকদিনে শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। এতে বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন। শান্তিরক্ষীরা আহত হওয়ার পর পশ্চিমা দেশগুলো ইসরায়েলের নিন্দা জানিয়েছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/10/13/neta_in_2.jpg)
এ ঘটনায় গতকাল বাংলাদেশসহ ৪০টি দেশ শান্তিরক্ষীদের ওপর দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিলে আজ নেতানিয়াহু শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলছি, ইউএনআইএফআইএলের (শান্তিরক্ষী) সেনাদের হিজবুল্লাহর অবস্থান এবং যুদ্ধ চলা এলাকা থেকে সরিয়ে নেওয়ার এখনই সময়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এই অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রত্যেকবার এটি প্রত্যাখ্যান করা হয়েছে। যার লক্ষ হলো হিজবুল্লাহর সন্ত্রাসীদের মানববর্মের মাধ্যমে নিরাপত্তা দেওয়া।