ভারতীয় সব ব্র্যান্ডের লবণ-চিনিতে মাইক্রোপ্লাস্টিক কণা!
ভারতীয় খোলা কিংবা প্যাকেটজাত ছোট-বড় সব ব্র্যান্ডের লবণ ও চিনিতে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ‘টক্সিকস লিংক’ নামে একটি সংস্থার গবেষণাপত্রে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটি ভারতের বাজারে পাওয়া যায় এমন—সাধারণ লবণ, রক সল্ট, সি সল্ট ও খোলা লবণসহ অন্তত ১০ ধরনের লবণ এবং পাঁচ ধরনের চিনি নিয়ে পরীক্ষা করে তারা। পরীক্ষা করা সবগুলো লবণ ও চিনিতেই মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি ছিল।
মানব স্বাস্থ্যের ওপর ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের প্রভাব সম্পর্কে জরুরি গবেষণার আহ্বান জানিয়েছে সংস্থাটি।