বাংলাদেশ নিয়ে প্রকাশ্যে কথা বললেন নরেন্দ্র মোদি
গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ বিষয়ে সরাসরি কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে দিল্লির লালকেল্লায় আয়োজিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন।
মোদি বলেন, ‘বাংলাদেশে যা কিছু হয়েছে, প্রতিবেশী দেশ হিসেবে চিন্তা হওয়ার বিষয়টি আমি বুঝতে পারছি। আমি আশা করি, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। বিশেষ করে, ১৪০ কোটি দেশবাসীর (ভারতীয়) চিন্তা, ওই দেশের হিন্দু ও অল্প সংখ্যক জাতিগোষ্ঠীর নিরাপত্তা যেন নিশ্চিত হয়।’
নরেন্দ্র মোদি আরও বলেন, ‘ভারত সব সময় চায় যে, আমাদের প্রতিবেশী দেশ সুখ ও শান্তির পথে চলুক। শান্তির প্রতি আমাদের অঙ্গীকার আছে। ভবিষ্যতে বাংলাদেশের উন্নতিতে সব সময় আমাদের শুভচিন্তা থাকবে। কারণ, আমরা মানবজাতীর ভালো চিন্তা করার মতো মানুষ।’