ভোট শুরুর বাকি কয়েক ঘণ্টা, কী করছেন কমলা-ট্রাম্প?
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে আর কয়েক ঘণ্টা পরেই। নির্বাচনি প্রচারণায় গেল কয়েক মাস ব্যস্ত সময় পার করেছেন প্রধান দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা নাকি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের ক্ষমতাধর দেশটির মসনদে বসছেন, তা জানতে এ নির্বাচনের দিকে নজর রাখছে গোটা বিশ্ব। ভোটের দিন ট্রাম্প ও কমলা কোথায় কী করবেন, তা নিয়ে রয়েছে অনেকের কৌতূহল।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ক্যালিফোর্নিয়া থেকে আসা কমলা হ্যারিস মেইলের মাধ্যমে ভোট দিয়েছেন। এ অঙ্গরাজ্যে ৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। গত ৩৬ বছরের মতো এ বছরও অঙ্গরাজ্যটির সবগুলো ইলেকটোরাল কলেজ ভোট ডেমোক্র্যাট প্রার্থী পাচ্ছেন বলেই ধরে নেওয়া যায়।
এনপিআর রেডিও নেটওয়ার্কের তথ্য অনুসারে, কমলা হ্যারিস ওয়াশিংটন ডিসিতে নিজের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে একটি নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণে ‘ওয়াচ পার্টিতে’ অংশ নেবেন। কলম্বিয়া ডিস্ট্রিক্টের তিনটি ইলেকটোরাল কলেজ ভোট বরাবরের মতো ডেমোক্র্যাটিক প্রার্থীকেই প্রদান করা হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ট্রাম্পের প্রচারণা শিবির গত সপ্তাহে জানিয়েছিল, তিনি পাম বিচে তার মার-এ-লাগো এস্টেটের পরিবর্তে পাম বিচ কনভেনশন সেন্টারে একটি নির্বাচনি ওয়াচ পার্টিতে অংশ নেওয়ার করার পরিকল্পনা করেছেন। তিনি মঙ্গলবার ফ্লোরিডায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, এই নির্বাচনি প্রচারণায় তিনি আমেরিকানদের আগেভাগে ভোট দিতে উৎসাহিত করেছেন।
ফ্লোরিডায় ৩০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। বহু বছর ধরে এটি সুইং স্টেট। এই অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দুবার এবং ২০১৬ ও ২০২০ সালে জিতেছিলেন ট্রাম্প। এই বছর ট্রাম্প এ রাজ্যে সহজ জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও ট্রাম্পের মনে করা হলেও হঠাৎই ঘুরে দাাঁড়ানো ওহাইও ভয়ঙ্কর হয়ে উঠেছে তার জন্য। শেষবেলার জনমত বলছে, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ার সঙ্গে এই সুইং স্টেটটির ১৮টি ইলেক্ট্রোরাল কোলাজ কমলা ও ট্রাম্পের ভাগ্য নির্ধারণের কারণ হয়ে উঠতে পারে।