‘ভয় নয়, ভালোবাসা’র আহ্বান প্রিন্সেস কেটের
যুক্তরাজ্যের রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ‘ভালোবাসা, দয়া ও ক্ষমার’ আহ্বান জানিয়েছেন। বড়দিন উপলক্ষে ‘দানের এবং সহানুভূতির গ্রহণ ও প্রদান’র গুরুত্বের কথা বলেছেন। ‘ভয় নয়, ভালোবাসা’র কথা উল্লেখ করে বড়দিনের চিঠিতে তিনি বলেছেন, এটি প্রমাণ করে যে ‘আমাদের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও আমরা একে অপরের প্রয়োজন।’
লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আগামী সপ্তাহে বার্ষিক ক্রিসমাস ক্যারোল আয়োজন করা হবে। এর আয়োজক তিনি। সেখানে যে অতিথিরা আসবেন, তাদের উদ্দেশে কেট চিঠিতে এসব লিখেছেন। তিনি চিঠিতে লেখেন, বড়দিন আমার প্রিয় সময়গুলোর মধ্যে একটি। এটি উদযাপন এবং আনন্দের সময়, কিন্তু এটি আমাদেরকে সেই গভীর বিষয়গুলো সম্পর্কে চিন্তা করার সুযোগও দেয় যা আমাদের সবাইকে একত্রিত করে। তিনি আরও লেখেন, এটাই সেই সময় যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনের চাপ থেকে বিরতি নিয়ে আমাদের জীবনকে ভালোবাসা, দয়া এবং ক্ষমার মাধ্যমে জীবনযাপন করতে পারি—যা বড়দিনের আধ্যাত্মিকতার মূল বিষয়।
এ বছর প্রিন্সেস কেট এবং তার পরিবার নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বলে তিনি তার বার্তায় ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, ভালোবাসাই সেই আলো যা আমাদের অন্ধকার সময়েও উজ্জ্বল হতে পারে।