ভারতে দুই শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত
ভারতের বেঙ্গালুরুতে হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত দুই শিশুকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিন মাস বয়সী এক শিশুকে এরই মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং আট মাস বয়সী এক শিশু কর্ণাটকের রাজধানীর একটি হাসপাতালে সুস্থ হয়ে উঠছে। এটিই ভারতে এইচএমপিভির প্রথম রিপোর্ট করা ঘটনা।
আজ সোমবার (৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রামিত শিশু এবং তাদের পরিবারের সাম্প্রতিক ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাই অন্যান্য অঞ্চল বা দেশ থেকে সংস্পর্শে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে।
ভারতজুড়ে শ্বাসযন্ত্রের অসুস্থতা পর্যবেক্ষণের জন্য আইসিএমআরের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে, একাধিক শ্বাসযন্ত্রের রোগজীবাণুর নিয়মিত নজরদারির মাধ্যমে উভয় রোগীই শনাক্ত করা হয়।
কেন্দ্র থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এইচএমপিভি ইতোমধ্যেই ভারতসহ বিশ্বব্যাপী প্রচলিত এবং বিভিন্ন দেশে এইচএমপিভির সঙ্গে সম্পর্কিত শ্বাসযন্ত্রের অসুস্থতার ঘটনা রিপোর্ট করা হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এইচএমপিভি প্রস্তুতির ওপর আজ সোমবার একটি সভাও আহ্বান করেছে।
এইচএমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যাতে প্রায়শই ঠান্ডা লাগার মতো হালকা লক্ষণ দেখা দেয়। তবে অন্যান্য জটিলতাও দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এ ভাইরাস জটিল আকার ধারণ করতে পারে। এই ভাইরাস মাঝে মাঝে নিউমোনিয়ার কারণ হতে পারে বা দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগকে আরও বাড়িয়ে তুলতে পারে। সাধারণত শীত এবং বসন্তের শুরুতে এই রোগের ঘটনা বৃদ্ধি পায়।
গতকাল রোববার (৫ জানুয়ারি) কেন্দ্র ঘোষণা করেছে, তারা এইচএমপিভি এবং অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাস পর্যবেক্ষণ করছে, বিশেষ করে শ্বাসযন্ত্রের অসুস্থতা নিয়ে চীনের সাম্প্রতিক প্রতিবেদনের পর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি), ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের নিয়ে পরিস্থিতি মূল্যায়নের জন্য গত ৪ জানুয়ারি একটি যৌথ পর্যবেক্ষণ দলও গঠন করা হয়েছে।