ট্রাম্পের প্রেসিডেন্সির দ্বিতীয় দিনে যা ঘটল
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে বিভিন্ন নীতিগত ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছেন, যা তার প্রশাসনের লক্ষ্য ও অগ্রাধিকারের প্রতিফলন ঘটায়। উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে ছিল ক্যাপিটল হিলে দাঙ্গার আসামিদের ক্ষমা ঘোষণা, বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তি (ডিইআই) প্রোগ্রামগুলো বাতিলের পরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ চুক্তি ঘোষণা।
রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রেসিডেন্ট ট্রাম্প চীন এবং রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য অর্থনৈতিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি ঘোষণা করেন, চীনের তৈরি পণ্যের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করার পরিকল্পনা রয়েছে, যা ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে। এ ছাড়া, মেক্সিকো ও কানাডা থেকে অবৈধ অভিবাসী ও মাদক প্রবেশের অভিযোগ তুলে উভয় দেশের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুমকি দেন।
রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথা উল্লেখ করে ট্রাম্প জানান, ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় সম্মত না হলে এসব পদক্ষেপ বিবেচনা করা হবে। একই দিনে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে তিনি চীনকে ইউক্রেন সংকট সমাধানে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
ক্ষমা ও অভ্যন্তরীণ নীতিমালা
ট্রাম্প তার প্রথম সংবাদ সম্মেলনে ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গায় অভিযুক্ত এক হাজার ৫০০ জনকে ক্ষমার বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, "এরা বছরের পর বছর জেলে কাটিয়েছে, যেখানে অনেক খুনিও এ দেশে শাস্তি পায় না।"
এছাড়া, ট্রাম্প রস উলব্রিক্টকে সম্পূর্ণ ক্ষমা প্রদান করেন। উলব্রিক্ট ছিলেন সিল্ক রোড প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা, যেখানে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য বিক্রি হতো। ট্রাম্প দাবি করেন, "উলব্রিক্টের বিরুদ্ধে মামলা করা ব্যক্তিরা আমার বিরুদ্ধেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করেছে।"
প্রশাসনিক পুনর্গঠন ও ডিইআই প্রোগ্রাম বাতিল
ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় যে ডিইআই প্রোগ্রামের সঙ্গে যুক্ত সকল ফেডারেল কর্মচারীকে বুধবার থেকে বেতনসহ ছুটিতে রাখা হবে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে জানান, এই প্রোগ্রামগুলো জাতিগত বিভাজন সৃষ্টি করেছে এবং করদাতাদের অর্থ অপচয় করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ
হোয়াইট হাউসে প্রযুক্তি সেক্টরের শীর্ষস্থানীয় নির্বাহীদের সঙ্গে বৈঠকে ট্রাম্প একটি যুগান্তকারী উদ্যোগের ঘোষণা দেন। ওপেন এআই, ওরাসেল এবং সফট ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো উন্নয়নে বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে।
অভিবাসন নীতি পরিবর্তন
অভিবাসন বিষয়ে ট্রাম্প প্রশাসন নতুন নিয়ম কার্যকর করে এদিন। এ সিদ্ধান্তের আওতায় অভিবাসন কর্তৃপক্ষের জন্য "সংবেদনশীল স্থান" হিসেবে চিহ্নিত স্কুল, গির্জা এবং হাসপাতালগুলোতে অভিযান চালানোর বাধা প্রত্যাহার করা হয়।
ধর্মীয় ও সামাজিক প্রতিক্রিয়া
সকালে অনুষ্ঠিত একটি প্রার্থনা সভায় ওয়াশিংটন ডিসির এপিস্কোপাল বিশপ অভিবাসী, সমকামী ও ট্রান্সজেন্ডার তরুণদের প্রতি সদয় আচরণের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান। পরে ট্রাম্প ওই প্রার্থনা সভা নিয়ে মন্তব্য করেন যে, এটি তাঁর প্রত্যাশা অনুযায়ী হয়নি।
প্রশাসনিক বৈঠক
রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠকে সিনেটের অনুমোদন ছাড়াই অবসরকালীন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে মন্ত্রিসভার সদস্যদের নিয়োগের কৌশল নিয়ে আলোচনা হয়।
এই দিনের কার্যক্রম ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ও নীতির একটি স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করে এবং ভবিষ্যতের নীতি প্রণয়নের ভিত্তি স্থাপন করে।