সিরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/01/siriyyaa.jpg)
সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার বিখ্যাত ওয়াট টাওয়ার। ছবি: এএফপি
সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলের হামা শহরে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানায়। খবর এএফপির।
গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) হামা শহরের আরজা গ্রামে এ হত্যাকাণ্ড চালায় দুর্বৃত্তরা।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ওই এলাকায় বসবাসকারী আলাওয়াইট সম্প্রদায়ের নাগরিকদের অধিকাংশ সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদের অনুসারী। সেখানে সশস্ত্র ব্যক্তিরা একটি গণহত্যা চালিয়েছে, যাতে ১০ জন নিহত হয়েছেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/01/siriyyaa_inaar.jpg)
উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার নেতৃত্বে এক আকস্মিক অভিযানে ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এর মাধ্যমে সিরিয়ায় আল-আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান ঘটে। তাদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।