মসজিদুল হারামে ২৯ রমজানে সমবেত হলেন ৪১ লাখের বেশি মুসল্লি

পবিত্র মক্কা নগরীতে ২৯ রমজান রাতে গতকাল শুক্রবার (২৮ মার্চ) কুরআন খতম (খতমুল কুরআন) নামাজ অনুষ্ঠিত হয়েছিল। এদিন মক্কার গ্র্যান্ড মসজিদ নামে খ্যাত মসজিদুল হারামে একত্রে ৪১ লাখেরও বেশি মুসল্লি ও ওমরাহ পালনকারী নামাজ আদায় করেছেন।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ জানান, শুক্রবার রাতে ৩৪ লাখেরও বেশি মুসল্লি এশা এবং তারাবিহ নামাজের জন্য সমবেত হয়েছেন। এ ছাড়া, তখন ছয় লাখ ৪৬ হাজার ৬০০ জনেরও বেশি ওমরাহ পালন করেন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে প্রায় ২৮ হাজার ২০০ জন মুসল্লি ভ্রাম্যমাণ গাড়িতে চলাচলের সুবিধা পেয়েছেন। এ ছাড়া এক লাখ ৩৫ হাজার ৬০০ জন অবস্থান নির্দেশক (লোকেশন গাইডেন্স) সেবা গ্রহণ করেন। পাশাপাশি ৪২ হাজারের বেশি জমজমের পানিভর্তি বোতল ও সাত লাখ দুই হাজার রোজাদারের মধ্যে ইফতারি বিতরণ করা হয়।
পবিত্র মক্কায় ২৯ রমজান রাতে খতমে তারাবিহতে অংশ নিতে মুসল্লিরা পবিত্র মসজিদুল হারামে ভোর থেকেই দলে দলে আসতে শুরু করেন। দ্রুতই মসজিদের প্রতিটি করিডর, এর প্রাঙ্গণ ও মাতাফসহ প্রতিটি তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

লাইলাতুল কদরের পবিত্র রাতটি পাবার আশায় শান্ত ও নিষ্ঠার সঙ্গে হজযাত্রী এবং মুসল্লিরা প্রশান্তিতে আধ্যাত্মিক পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।
মুসল্লিরা যেন নিরাপদে এবং আরামে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি পালন করতে পারে সেজন্য দেশটির কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে।