দুই দিনে বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর ৫৩৬ বিলিয়ন ডলার লোকসান

মাত্র ৪৮ ঘণ্টায় রেকর্ড পরিমাণ লোকসানের সম্মুখীন হয়েছেন বিশ্বের ৫০০ জন শীর্ষ ধনী ব্যক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত ঘোষণার পর এই ধনী ব্যক্তিরা সম্মিলিতভাবে ৫৩৬ বিলিয়ন ডলার হারিয়েছেন।
এই বিপুল লোকসানটি ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের ইতিহাসে কোভিড-১৯ মহামারির পর দুই দিনে সবচেয়ে বড় পতন হিসেবে চিহ্নিত হয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে থেকে জানা যায়, শীর্ষ সম্পদশালীদের তালিকায় থাকা বিলিয়নিয়াররা বৃহস্পতিবারের (৩ এপ্রিল) শুরু থেকে শুক্রবারের (৪ এপ্রিল) দিন শেষ পর্যন্ত স্টক মার্কেটে সম্মিলিতভাবে ৫৩৬ বিলিয়ন ডলার হারিয়েছেন।
এই দুই দিনে এসএন্ডপি ৫০০ সূচক ১০.৫ শতাংশ কমে গেছে। একই সঙ্গে নাসডাক কম্পোজিট ১১.৪ শতাংশ কমে গেছে। বৃহস্পতিবার প্রায় ২০৮ বিলিয়ন ডলার পতনের পর শুক্রবার প্রায় ৩২৯ বিলিয়ন ডলারের পতন হয়।
ওই দুই দিনে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর কেউ হয়নি। শুক্রবার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১০ শতাংশেরও বেশি কমেছে, যার ফলে মাস্কের মোট সম্পদ থেকে ৩১ বিলিয়ন মার্কিন ডলার কমেছে। তার বার্ষিক ক্ষতি ১৩০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
দুই দিনে মেটার সিইও মার্ক জাকারবার্গের ২৭ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। ওই দুই দিনের মধ্যে সোশ্যাল মিডিয়া কোম্পানিটির মূল্য প্রায় ১৪ শতাংশ কমেছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কমেছে ১৫.৯ বিলিয়ন ডলার।
কারভানার সিইও আর্নেস্ট গার্সিয়ার ক্ষতি হয়েছে ২ বিলিয়ন মার্কিন ডলার। আর তাতেই তিনি বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকা থেকে বাদ পড়েছেন। ৫০০ ধনীর মধ্যে মার্কিন ধনকুবেররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। শীর্ষ ১০ জন ক্ষতিগ্রস্তের মধ্যে ৯ জনই যুক্তরাষ্ট্রের।