ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বেড়েই চলেছে। এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার (৩০ এপ্রিল) ইউএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আজ সকালে জাতিসংঘের মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে আলাদাভাবে কথা বলেছেন এবং দিনের শুরুতে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্করের সঙ্গেও কথা বলেছেন।’
ফোনালাপের সময় জাতিসংঘ প্রধান ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেন এবং ‘আইনি উপায়ে এই হামলার জন্য ন্যায়বিচার এবং জবাবদিহিতা অর্জনের গুরুত্ব’ উল্লেখ করেন।
ডুজারিক আরও বলেন, ‘জাতিসংঘের মহাসচিব ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এমন সংঘর্ষ এড়াতে বলেছেন। নয়তো এর পরিণতি দুঃখজনক হতে পারে বলেও জানিয়েছেন।
জাতিসংঘের মহাসচিব যেকোনো উত্তেজনা প্রশমন প্রচেষ্টার সমর্থনে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছেন।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার সঙ্গে ইসলামাবাদ জড়িত বলে অভিযোগ করে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ তা নাকচ করে দিয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতায় এই হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।
এরই মধ্যে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে করা ৬৫ বছরের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতসহ নানা পদক্ষেপ নিয়েছে ভারত। জবাবে পাকিস্তানও পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এর পর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা চলছে।