হুথিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধান বিমানবন্দর এলাকায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোবার (৪ মে) টেলিগ্রাম মেসেজিং প্ল্যাটফর্মে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে বহু-পর্যায়ে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর এএফপি।
নেতানিয়াহু বলেন, ‘আমরা অতীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও নেব, তবে আমি বিস্তারিত বলতে পারছি না (...) এটি এক ধাক্কায় ঘটবে না, তবে বহুবার আঘাত করা হবে।’
‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা আগেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটি এক-বার করা হবে না, তবে হামলা হবে’, যোগ করেন নেতানিয়াহু।

উল্লেখ্য, রোববার (৪ মে) ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা বলেছে, গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতেই তারা এই হামলা চালাচ্ছে।