সৌদিতে জিসিসি নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন রিয়াদ সফরে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নেতাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। সৌদি সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, এই বৈঠকটি রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত হবে। খবর এএফপির।
আগামী ১৩ থেকে ১৬ মে ট্রাম্পের সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের কথা রয়েছে।
সূত্র জানিয়েছে, রিয়াদে জিসিসি নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে। জিসিসি জোটের সদস্য রাষ্ট্রগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত এবং ওমান।

ট্রাম্পের এই সফরের আগে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ট্রাম্প তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক চুক্তি নিশ্চিত করার কৃতিত্ব দাবি করেছেন। রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে মার্কিন কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবেও ভূমিকা রেখেছে সৌদি আরব।
উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নিরসনে পরোক্ষ আলোচনার পর ট্রাম্পের এই রিয়াদ সফর অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
ট্রাম্পের আরেকটি নীতিগত লক্ষ্য হতে পারে—সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে একটি দীর্ঘ প্রত্যাশিত চুক্তি করা, যা হবে তার প্রথম ক্ষমতা গ্রহণের সময় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির অনুরূপ। তবে সৌদি আরব জোর দিয়ে বলেছে, গাজা যুদ্ধের অবসান ছাড়া তারা এই ধরনের কোনো স্বাভাবিকীকরণ চুক্তি বিবেচনা করবে না।