গাজায় ইসরায়েলি হামলায় চিকিৎসকের ৯ সন্তান নিহত

গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় ডা. আলা আল-নাজ্জারের ১০ সন্তানের মধ্যে ৯ জনই নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই হামলাটি “পর্যালোচনা” করছে।
গাজার কর্মকর্তারা বলছেন, নিরপরাধ শিশুদের হত্যা এখন ইসরায়েলি সেনাদের জন্য “বিনোদনে পরিণত হয়েছে।” খবর আল জাজিরার।
এদিকে, খাবারের অভাবে চার বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন নামে এক শিশু মারা গেছে। বিশ্ব খাদ্য সংস্থা (ডাব্লিউএফপি) সতর্ক করে বলেছে, গাজায় ৭০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টির শিকার এবং তাদের জীবন হুমকির মুখে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় দুই মিলিয়নেরও বেশি মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর প্রয়োজন থাকলেও, গত বুধবার থেকে মাত্র ১০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিয়েছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৯০১ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৫৯৩ জন আহত হয়েছেন।
সরকারি মিডিয়া অফিস বলছে, মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে গাজায় একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যার মাধ্যমে দু’পক্ষের মধ্যে বন্দি বিনিময়ও হয়। কিন্তু ওই সমঝোতা খুব বেশিদিন স্থায়ী হয়নি।
গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।