ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান : শাহবাজ শরিফ
ভারতের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (২৬ মে) ইরান সফরে গিয়ে এ কথা জানান তিনি।
ভারত-পাকিস্তান সংঘাতের আলোচনার মাধ্যমে সমাধানের আগ্রহ প্রকাশ করে শাহবাজ শরিফ বলেন, কাশ্মীর সমস্যা এবং পানি নিরাপত্তা নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তির জন্য পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত আছে। খবর ডনের।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে চারটি বন্ধুত্বপূর্ণ দেশ সফরে রয়েছেন। এই সফরে তিনি সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় পাকিস্তানকে সমর্থন করার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
সোমবার তেহরানে পৌঁছে শাহবাজ শরিফকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাদাবাদ প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
ফলপ্রসু বৈঠক ও সম্পর্ক জোরদারে ঐকমত্য
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান যে, দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে একটি ‘খুবই ফলপ্রসু এবং কার্যকর বৈঠক’ হয়েছে। তিনি বলেন, এই বৈঠক ‘আমাদের পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করেছে।’
শাহবাজ শরিফ জোর দিয়ে বলেন, ‘দুই ভ্রাতৃপ্রতিম এবং প্রতিবেশী দেশকে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে আমাদের সহযোগিতা বাড়াতে হবে এই বিষয়ে সম্পূর্ণ একমত ছিল।’
প্রধানমন্ত্রী সামরিক সংঘাতের সময় পাকিস্তানকে সমর্থন করার জন্য পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান।
সামরিক উত্তেজনার সময় পাকিস্তান সফরের জন্য শাহবাজ শরিফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রশংসা করেন, তাকে ‘অসাধারণ কূটনীতিক’ বলে অভিহিত করেন এবং বলেন যে, তাদের মধ্যে ‘হৃদয় থেকে হৃদয়ে আলোচনা’ হয়েছে।
শান্তির প্রস্তাব ও কৌশলগত অবস্থান
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জোর দিয়ে বলেন, ‘আমাদের অসাধারণ সশস্ত্র বাহিনীর সাহসী পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান এই সংঘাত থেকে বিজয়ী হয়ে বেরিয়ে এসেছে।’
ভারতের সঙ্গে আলোচনার প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা শান্তি চেয়েছিলাম, আমরা শান্তি চাই এবং আমরা আলোচনার মাধ্যমে এই অঞ্চলে শান্তির জন্য কাজ করব। কাশ্মির সমস্যাসহ আমাদের অমীমাংসিত বিষয়গুলি সমাধান করব। যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ... এমনকি ভারতীয় লোকসভা (সংসদ) কর্তৃক ১৯৫৪ সালে গৃহীত প্রস্তাব অনুসারে করা হয়েছিল।’
পানি সমস্যা নিয়েও আলোচনার আগ্রহ প্রকাশ করে শাহবাজ শরিফ বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে শান্তির স্বার্থে পানি সমস্যা নিয়ে আলোচনা করতে প্রস্তুত আছি।’ তিনি আরও বলেন, ‘আমরা বাণিজ্য বৃদ্ধির জন্য এবং সন্ত্রাসবাদ দমনের জন্য আলোচনা করতে প্রস্তুত, যদি তারা গুরুতর হয়।’
তবে তিনি সতর্ক করে বলেন, ‘যদি তারা আক্রমণাত্মক থাকতে পছন্দ করে, তাহলে আমরা আমাদের ভূখণ্ড রক্ষা করব... যেমনটি আমরা কয়েকদিন আগে করেছি। কিন্তু যদি তারা আমার শান্তির প্রস্তাব গ্রহণ করে, তাহলে আমরা দেখাব যে—আমরা সত্যিই শান্তি চাই, গুরুত্ব সহকারে এবং আন্তরিকতার সঙ্গে।’

এনটিভি অনলাইন ডেস্ক