ইরানের সামর্থ্যকে খাটো করে দেখেছিল ইসরায়েল
ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা চালিয়ে একাধিক সামরিক কমান্ডারকে হত্যার পরও দেশটি যেভাবে একের পর এক পাল্টা হামলা চালিয়ে ইহুদি রাষ্ট্রটির বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি করে যাচ্ছে, তাতে মনে হচ্ছে তারা হামলার রেশ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনে করা মন্তব্যে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফ্ট-এর ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি এ প্রসঙ্গে বলেন, ইসরায়েলিরা ইরানের ঘুরে দাঁড়ানোর বিষয়টিকে খাটো করে দেখেছিল। অত্যন্ত ‘সফলভাবে’ ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর ইরান এতো তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে তা তারা ভাবতে পারেনি।
ত্রিতা পার্সি আরও বলেন, ইসরায়েল বিশ্বাস করেছিল তারা ইরানি কমান্ডকে ভেঙে ফেলতে পেরেছে, তবে তাদের এই ধারণা ঠিক হয়নি বরং ইরান দ্রুতগতিতে সবকিছু পুনর্গঠন করতে পেরেছে।
ত্রিতা পার্সি তার বক্তব্যের সমর্থনে বলেন, আমরা এখন দেখতে পাচ্ছি ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে লক্ষ্যস্থলে আঘাত হানছে।
এক্ষেত্রে ত্রিতা পার্সি আজ সোমবার (১৬ জুন) ইসরায়েলের অভ্যন্তরে বেশ কয়েকটি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা তুলে ধরেন।
এদিকে, ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে হতাহতের সংখ্যা বাড়ছেই। ইরানের রাজধানী তেহরান থেকে অধিবাসীরা নিরাপদ আশ্রয়ের জন্য শহর ছাড়তে শুরু করেছে। অন্যদিকে, রাতভর ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকার ভবনগুলোতে ইরানি হামলার কারণে থেকে থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ও আগুনের ঘটনা ঘটে।

এনটিভি অনলাইন ডেস্ক