সংঘাতে না জড়াতে হিজবুল্লাহকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার যোদ্ধারা। ফাইল ছবি
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের না জড়াতে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে কঠোরভাবে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সিরিয়ার মার্কিন বিশেষ দূত টম ব্যারাক বলেছেন, যদি হিজবুল্লাহ এই সংঘাতে হস্তক্ষেপ করে, তবে সেটি তাদের জন্য ‘খুবই খারাপ সিদ্ধান্ত’ হবে। খবর আলজাজিরার।
হিজবুল্লাহর সম্ভাব্য ভূমিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে ব্যারাক বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলতে পারি... এটি হবে একটি খুবই, খুবই, খুবই খারাপ সিদ্ধান্ত।’
উল্লেখ্য, ইরান-সমর্থিত এই আধাসামরিক গোষ্ঠীটি গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। ওই সংঘাতে তাদের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। একই সঙ্গে গোষ্ঠীটির সদস্যদের ব্যবহৃত পেজার বিস্ফোরণে হাজার হাজার মানুষ আহত হয়। ওইসব পেজারে বিস্ফোরক রোপন করেছিল ইসরায়েল।

এনটিভি অনলাইন ডেস্ক