ইরানের ‘শাসনব্যবস্থা’ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে ‘শাসনব্যবস্থার (সরকার) পরিবর্তন’ চান না। কারণ, এতে বিশৃঙ্খলার সৃষ্টি করবে বলে তিনি বিশ্বাস করেন।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। আজ মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।
যদিও মাত্র কয়েকদিন আগে ট্রাম্পের করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গে আজকের এ বক্তব্য সাংঘর্ষিক।
গত রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “রাজনৈতিকভাবে ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ শব্দটি ব্যবহার করা সঠিক নয়, কিন্তু বর্তমানের ইরানি শাসনব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করে তুলতে অক্ষম হয়, তাহলে কেন শাসনব্যবস্থার পরিবর্তন হবে না? এদের সরিয়ে দাও!”

এনটিভি অনলাইন ডেস্ক