সশস্ত্র বাহিনীর প্রতি সংহতি জানাতে তেহরানে জনসমাবেশ
মধ্য তেহরানে রাজপথে নেমে এসেছে ইরানের জনগণ। ছবি : এএফপি
ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন ও উৎসাহ জানাতে মধ্য তেহরানে রাজপথে নেমে এসেছে জনতা। দেশটির রাষ্ট্রীয় ও রাষ্ট্র-অনুমোদিত সংবাদ সংস্থা ইরনা, ফার্স ও মেহের নিউজ বিশাল সমাবেশের ফুটেজ সম্প্রচার করছে।
মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা সশস্ত্র বাহিনীর পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করেছেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে তাদের তীব্র প্রতিক্রিয়ার ভূয়সী প্রশংসা করেছেন।
ইরানি সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, অংশগ্রহণকারীরা ইরানের পতাকা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পোস্টার বহন করে নানা স্লোগান দিচ্ছেন।
ইরানি সরকার এই সমাবেশের আয়োজন করেছে কিনা সে বিষয়ে জানা যায়নি বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক