হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির মোহাম্মদ
হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ১০০তম জন্মদিন উদযাপনের পর ক্লান্তি অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ রোববার (১৩ জুলাই) তার কার্যালয় এই খবর নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
মাহাথির মোহাম্মদ ২০ বছরের বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির নেতৃত্ব দিয়েছেন। তার হৃদরোগের সমস্যা রয়েছে। এর আগে তার বাইপাস সার্জারিও করা হয়েছিল। গেল কয়েক বছরে তিনি বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে সর্বশেষ গত অক্টোবরে শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য ভর্তি হয়েছিলেন।
তার কার্যালয় জানিয়েছে, ক্লান্তিজনিত সমস্যার জন্য আজ কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালে তিনি বিরোধী জোটের নেতৃত্ব দিয়ে নির্বাচনে জিতে আবারও প্রধানমন্ত্রী হন। তবে দলের ভেতরের কোন্দলের কারণে তার সরকার দুই বছরেরও কম সময়ের মধ্যে ভেঙে পড়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক