যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পরীক্ষায় বসল গাজার শিক্ষার্থীরা

ইসরায়েলি হামলা অবরোধ ও অবরোধের মধ্যেই গাজা উপত্যকার শত শত ফিলিস্তিনি শিক্ষার্থী মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় বসেছে। আজ শনিবার (১৯ জুলাই) অবরুদ্ধ এই অঞ্চলের শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার আয়োজন করে। যার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছে। খবর আলজাজিরার।
২০২৩ সালের অক্টোবরে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। এর পর প্রথমবারের মতো মাধ্যমিকের পরীক্ষা অনুষ্ঠিত হলো। এই যুদ্ধকে অনেকে গণহত্যা বলে অভিহিত করছেন।

প্রতিবেদনে বলা হয়, অনেক শিক্ষার্থী বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন। আবার কিছু শিক্ষার্থী তাদের অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্দিষ্ট কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। ইসরায়েলের দৈনিক বোমা হামলা সত্ত্বেও শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ার আশায় এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিচ্ছে।

এদিকে গাজায় আজও ইসরায়েলি হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৩৬ জন রাফার খাদ্য সহায়তা কেন্দ্রের কাছেই মারা গেছেন।