গাজায় ‘ব্যাপক দুর্ভিক্ষ’ ছড়িয়ে পড়ার শঙ্কা, ১০০ এনজিওর সতর্কতা

গাজা উপত্যকায় ‘ব্যাপক দুর্ভিক্ষ’ ছড়িয়ে পড়ার বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে শতাধিক ত্রাণ সংস্থা ও মানবাধিকার গোষ্ঠী। এমন এক গুরুতর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুদ্ধবিরতি ও ত্রাণ পৌঁছানোর জন্য একটি করিডোর নিয়ে আলোচনার জন্য তাদের শীর্ষ দূত ইউরোপের দিকে রওনা হয়েছেন।
আজ বুধবার (২৩ জুলাই) বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২১ মাস ধরে চলা সংঘাতের কারণে গাজার দুই মিলিয়নেরও বেশি মানুষ খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র সংকটে ভুগছেন। এই ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের ওপর ক্রমশ আন্তর্জাতিক চাপ বাড়ছে।
তবে ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। দেশটি বলছে, ৯৫০ ট্রাক ভর্তি ত্রাণ গাজায় রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো ত্রাণ সংগ্রহ করে বিতরণের অপেক্ষায় রয়েছে। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন, আমরা এই মুহূর্তে দুর্ভিক্ষ দেখতে পাচ্ছি না। তবে আমরা বুঝতে পারছি, মানবিক পরিস্থিতি স্থিতিশীল করতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা সিটি এবং উত্তরে অভিযান চালাচ্ছে। তারা ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে কয়েক ডজন ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ আঘাত হেনেছে বলেও দাবি করেছে।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত রাতে গাজা সিটিতে একজন গর্ভবতী নারীসহ ১৭ জন নিহত হয়েছেন।