কিয়েভে হামলার ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য
ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চার শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রাতভর চলা হামলায় ব্রিটিশ কাউন্সিল ও ইউরোপীয় ইউনিয়নের মিশন ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডনে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, রাশিয়া “আলোচনার টেবিলের বদলে ব্যালিস্টিক অস্ত্র বেছে নিয়েছে।” অপরদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হামলাকে “অর্থহীন ও বেপরোয়া” আখ্যায়িত করে বলেছেন, এটি শান্তি প্রতিষ্ঠার আশা ধ্বংস করছে।
একজন কিয়েভবাসী বিবিসিকে বলেন, “আমি ভীত, কিন্তু আমি এখান থেকে যেতে চাই না।”
এদিকে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। স্থানীয়রা বলছেন, এই যুদ্ধ যে শিগগিরই শেষ হবে—এমন কোনো আশা নেই।
অন্যদিকে, ইউক্রেনীয় সেনারা দাবি করেছে, তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এলাকায় একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। মস্কো জানিয়েছে, তারা রাতারাতি ছোড়া ১০২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক