ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহতের দাবি
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এএফপির ফাইল ছবি
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবেইদাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েল। রোববার (৩১ আগস্ট) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ দাবি করেন। এর একদিন আগে আবু ওবেইদাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে খবর আসে। খবর এএফপির।
এক্সের পোস্টে ইসরায়েল কাটজ বলেন, ‘হামাসের মুখপাত্র আবু ওবেইদাকে গাজায় নির্মূল করা হয়েছে।’ নিখুঁতভাবে এই অভিযান পরিচালনার জন্য ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে অভিনন্দনও জানান তিনি।
আজ সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, শনিবারের হামলায় আবু ওবেইদাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে তিনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি।

এনটিভি অনলাইন ডেস্ক