তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
টানা তিন দফা কমার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয় বাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক এক শতাংশ বেড়ে প্রতি আউন্সে চার হাজার ১৪০ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। এই দাম ১৪ নভেম্বরের পর সবচেয়ে বেশি। খবর রয়টার্সের।
বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেছেন, স্বর্ণের দাম বাড়ছে মূলত সুদের হার কমানোর প্রত্যাশার কারণে, যা এখন দ্রুত বাড়ছে।
আরও পড়ুন : টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার বলেছেন, চাকরির বাজার এতটাই দুর্বল যে ডিসেম্বরে আরও এক দফা সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে। এর আগে নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছিলেন, মার্কিন সুদের হার খুব দ্রুতই কমতে পারে।
বাজার বিশ্লেষণী টুল সিএমই ফেডওয়াচ বলেছেন, বিনিয়োগকারীরা এখন ডিসেম্বরে সুদের হার কমানোর ৮১ শতাংশ সম্ভাবনা দেখছেন, যা গত সপ্তাহে ছিল মাত্র ৪০ শতাংশ। যেহেতু কম সুদের হারে স্বর্ণ বেশি লাভজনক হয়, তাই এই প্রত্যাশা স্বর্ণের দাম বাড়াচ্ছে।
আরও পড়ুন : আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫১ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম এক শতাংশ বেড়ে এক হাজার ৫৫৯ দশমিক ৬১ ডলারে ও প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে এক হাজার ৩৯৯ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক