ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন বাহিনীর হাতে বন্দি হওয়ার পর দেশটির টালমাটাল পরিস্থিতিতে নতুন মোড় নিয়েছে। স্থানীয় সময় আজ রোববার (৪ জানুয়ারি) মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর বার্তা সংস্থা এএফপির।
এর আগে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের এক আদেশে দেলসি রদ্রিগেজকে আগামী ৯০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এক বিবৃতিতে দেশের জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে নিকোলাস মাদুরোর পতনের পর ভেনেজুয়েলায় দ্রুত নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এখনই নির্বাচন নিয়ে আলোচনা করা ‘অপরিণামদর্শী’ বা সময়ের আগে বলা হয়ে যাবে। ওয়াশিংটন বর্তমানে কারাকাসের অবশিষ্ট নেতৃত্বের মাধ্যমে নীতিগত পরিবর্তন নিশ্চিত করার দিকে মনোনিবেশ করছে।
রুবিও আরও বলেন, মাদুরো ক্ষমতায় থাকাকালীন যেসব সমস্যা ছিল, সেগুলো এখনও রয়ে গেছে। আমাদের অগ্রাধিকার হলো সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা। আমরা বর্তমান নেতৃত্বকে এই সমস্যাগুলো সমাধানের সুযোগ দিতে চাই। নির্বাচনের চেয়ে দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য বলে তিনি ইঙ্গিত দেন।
বর্তমানে কারাকাসে পরিস্থিতি থমথমে থাকলেও সামরিক বাহিনীর নির্দেশনায় জনজীবন স্বাভাবিক করার চেষ্টা চলছে। মাদুরোকে আটকের পর থেকে শহরজুড়ে মার্কিন বিশেষ বাহিনীর উপস্থিতি ও আকাশপথে নজরদারি বজায় রয়েছে। অন্যদিকে, দেলসি রদ্রিগেজের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু কার্যকর হবে। যুক্তরাষ্ট্র তাদের ওপর কতটা প্রভাব বিস্তার করবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে সংশয় রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক