যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ লাখ গ্রাহক
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো পর্যন্ত বিস্তৃত এক শক্তিশালী তুষারঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশজুড়ে ৬ লাখেরও বেশি ঘরবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
আজ রোববার (২৫ জানুয়ারি) ভোরে বিদ্যুৎ বিভ্রাট ট্র্যাকিং সাইট ‘পাওয়ার আউটেজ ডট ইউএস’ এই তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
পাওয়ার আউটেজ ডট ইউএসের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেনেসু, টেক্সাস, মিসিসিপি ও লুইজিয়ানায় সবচেয়ে বেশি তুষারঝড় ও তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। প্রতিটি অঙ্গরাজ্যে ১ লাখের বেশি গ্রাহক অন্ধকারে রাত কাটাচ্ছেন। ভারী তুষারপাত ও হিমশীতল বৃষ্টির কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর বরফ জমে ও গাছ উপড়ে পড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিরূপ আবহাওয়ার কারণে ইতোমধ্যে দেশজুড়ে প্রায় ১৫ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ১৭টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, কোনো কোনো এলাকায় তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। যা সাধারণ মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও হাজার হাজার কর্মী বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তুষারপাত ও পিচ্ছিল সড়কের কারণে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক